• Bengali
  • English
  • Hindi

BUDGIES PARROT

Budgies প্যারট

 

বদ্রিকা: টিয়া পাখির মতো দেখতে এই পাখির নাম এসেছে ইংরেজি 'Budgerigar' থেকেএর বৈজ্ঞানিক নাম হল মেলোসিট্রাকাস অন্ডুলাটাস (Meleopsittacus undulatus)এদের আদি বাসস্থান অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চলে। এখন প্রায় সারা পৃথিবীতে এই পাখির কদর রয়েছে। এদের ওজন সাধারণত ৩০ থেকে ৪০ গ্রাম হয়প্রকৃতিতে বদ্রিকা পাখির রং সবুজ ও হলুদের সংমিশ্রণে হয়১৮৭০ সালের শেষের দিকে খাঁচায় প্রজনন করে প্রথম হলুদ রঙের বদ্রিকা হয় এবং চোখের রং লাল হয় ধীরে ধীরে সাদা, নীল, বেগুনী ইত্যাদি অনেক রকমের বদ্রিকা পাখি দেখতে পাওয়া যায়এদের ওজন ৫০ গ্রামেরও হচ্ছে এখন। এরা সহজেই পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। 

 

স্ত্রী ও পুরুষ পাখি চেনার উপায়: এদের স্ত্রী ও পুরুষ আলাদা করে চেনা খুব মুশকিল। তবে কয়েকটি সূক্ষ্ম বিষয় মাথায় রাখতে হবে -

১) সাধারণত পূর্ণ বয়স্ক পুরুষ পাখির নাকের রং হয় গাছ নীল কিন্তু সাদা ও হলুদ রঙের পুরুষ পাখির ক্ষেত্রে এটা লালচে নীল রংয়ের হয়।

২) স্ত্রী বদ্রি পাখির ক্ষেত্রে প্রজনন কালে এই রং হয় বাদামি এবং অন্য সময় সাদাটে রং হয়।

৩) পুরুষের মাথার পিছন দিকটা গোল ও নিটোল হয়

৪) খাঁচায় বা এভিয়ারিতে অনেকগুলি পাখির মধ্যে বিজোড় স্ত্রী পাখি থাকলে কোন একটি শক্তিশালী পুরুষ পাখি তার সঙ্গে জোড়া বেঁধে দুটি পাখির পরিবারকে দেখাশোনা করে এবং খাদ্যের যোগান দেয়

 

বদ্রিকা পাখির খাবার : বদ্রিকা পাখিকে সাধারণত ঘাসের দানা খাবার হিসেবে দেওয়া হয়। পাখিদের শরীর সুস্থ ও সবল রাখার জন্য অল্প পরিমাণে ব্ল্যাকসিড দিলে ভালো হয়। মাঝে মাঝে সানফ্লাওয়ার সিট দিলে ও স্বাস্থ্যের দিক থেকে এরা খুব ভালো থাকেএরমধ্যে সপ্তাহে তিনদিন ছোলা, মুগ ইত্যাদি ভিজিয়ে দিতে হবেমাঝেমধ্যে বরবটি এবং সবুজ শাক দেওয়া উচিত। বদ্রিকার এই খাবারের সঙ্গে সবসময়ের জন্য সমুদ্রের ফেনা (cuttle fish bone) একটি বিটনুনের টুকরো, একটি পরিষ্কার কাঠকয়লার টুকরো রাখা উচিতনিয়মিত ভিটামিন দিলে আরো ভালো হয়। 

 

বাসা তৈরি : পাখির এই বাসার জন্য আমাদের দেশে মাটির ভাঁড় বেশি প্রচলিত। এই ভাঁড়ের গায়ের সাবধানে একটি গর্ত করে মাথায় একটি সরা দিয়ে ঢাকা দেওয়া হয়এছাড়াও কুমোরের কাছে অর্ডার দিয়ে ভাঁড় তৈরি করা যেতে পারে। তবে এই পাখির জন্য কাঠের বাক্স ও খোপ একান্ত প্রয়োজনীয়। কিন্তু যে ধরনের বাক্স এই কাজের জন্য উপযুক্ত তার আয়তন বা ভেতরের পরিমাপ : দৈর্ঘ্য ১০ ইঞ্চি, প্রস্থ ৬ ইঞ্চি, উচ্চতা ৬ ইঞ্চি হওয়া প্রয়োজন। যে প্রান্তটিকে সামনে রাখা হবে তার ওপরদিকে এক কোণে টা একটা দেড় ইঞ্চি ব্যাসের গর্ত রাখতে হবে যেটা দিয়ে পাখি ভেতরে ঢুকতে পারে বা বের হতে পারে তার নিচে একটি দাঁড়ের ব্যবস্থা রাখতে হবে যেটি ভিতরের দিক এবং বাইরের দিকে ২ ইঞ্চি করে বেরিয়ে থাকবেদাঁড়ের নিচে ওঠানামার সুবিধার জন্য মেঝেতে তক্তা পেতে উঁচু করে দিতে হবে। তা যেন বাক্সের অর্ধেকের বেশি না হয়পেছনের অংশের মেঝের তক্তা ৩ ইঞ্চির ব্যাসের একটি অবতল বানাতে হবে। যাতে পাখির ডিমগুলি সুসজ্জিত থাকে। বাক্সের দু'পাশে দেওয়ালের ওপরের দিকে ৩-৪ টি ১/৪ ইঞ্চি মাপের ফুটো করে দিতে হবে যাতে বায়ুচলাচল ভালো হয় এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। খোপ বা বাসাগুলি লাগাতে হবে খাঁচার পিছনদিকের দেওয়ালে। সব বাসাগুলি ঠিকমতো লাগালে ও কোনো একটি খোপের সুবিধাজনক অবস্থান বাসাটিকে লড়াইয়ের কেন্দ্র করে তুলতে পারেএমনভাবে রাখতে হবে বাসাগুলি যেন পাশাপাশি একদম গায়ে লেগে না থাকে। একটি ভাঁড় বা বাক্স থেকে আরেকটির মধ্যে অন্তত ৮-১০ ইঞ্চি দূরত্ব থাকে এবং সব বাসা এক উচ্চতায় থাকে, নাহলে বাসার দখল নিয়ে পরস্পরের মধ্যে লড়াই লেগে যেতে পারে।

            ভাঁড়ের বা বাক্সের মধ্যে কোন ঘাস-পাতার টুকরো দেওয়ার দরকার নেইকারণ বদ্রি পাখি এসব পছন্দ করে না। 

 

প্রজনন : খাঁচায় বদ্রিকা পাখি অতি সহজেই ডিম পাড়ে ও বাচ্চা হয়দক্ষিণ অস্ট্রেলিয়ায় আগস্ট - জানুয়ারি মাস নাগাদ, ভারতে এপ্রিল অক্টোবর মাস প্রজননের উপযুক্ত সময়কালবদ্রি পাখি ৫-৬ মাস বয়সে প্রজননের উপযুক্ত হয়ে থাকে। তখন জোড়াতে অর্থাৎ যতগুলি স্ত্রী ততগুলি পুরুষ পাখি খাঁচায় দিতে হবে। পুরুষ পাখির তুলনায় একটিও স্ত্রী পাখি কম দেওয়া চলবে না। এতে পুরুষ পাখিদের মধ্যে অশান্তি হবেসাধারণত মাদা বা স্ত্রী পাখি ডিম পাড়ার আগে নিজের পেটের তলা থেকে পালক তুলে হাঁড়ির ভেতর বিছিয়ে নেয়পাখি পূর্ণবয়স্ক হলে খাঁচায় হাঁড়ি লাগিয়ে পছন্দমত হাঁড়িতে ৪-৬ টি ডিম পাড়ে১৮-২১ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়এই সময় মা বাচ্চাকে খাইয়ে দেয় ও সব সময় গরম রাখে ১০ দিনের মাথায় এদের শরীর নরম পালকে ঢেকে যায় এবং চোখ খোলে। তিন সপ্তাহে পালকের গঠন সম্পূর্ণ হয়। পাঁচ সপ্তাহে বাচ্চা শক্ত-সমর্থ হয় এবং বাসা ছেড়ে বার হয়। ঠিকমতো খাবার পেলে প্রায় ৬ বছর পর্যন্ত প্রজনন করতে পারে।

BUDGIES PARROTS

Budgies Parrot

 

Badrika : The name of this bird, which looks like a pheasant, comes from the English word  'Budgerigar'. It's scientific name is Meloopsittacus undulatus. Their native habitat is in the arid regions of Australia. Now this bird is appreciated all over the world. They usually weigh about 30 to 40 gm. Natureally the colors of Badrika birds are a combination of green and yellow.  Towards the end of 1870, the first yellow dwarfs were bred in cage and the colour of it's eyes are red. Gradually white, blue, purple, etc., many kinds of birds can be seen. Now they weigh about 50 gm. They can easily adapt to the environment. 

 

Identifying characters of male and female : It is very difficult to distinguish between male and female. But there are some minute characteristics to keep in mind -

1) Normally the color of the nose of an adult male bird is tree blue but in the case of white and yellow male birds it is reddish blue.

2) In the case of female Badri birds, this color is brown during breeding and white at other times.

3) The back side of a male Badri's head is round and chubby.

4) If there are odd female birds among the many birds in the cage or aviary, a strong male bird will mate with them to look after the family of both birds and provide food. 

 

Food of Badrika bird : Badrika birds are usually fed grass grains. It is better to give a small amount of black seed to keep the body of the birds healthy and strong. Sometimes sunflower seeds are given and they are very good for health. In between, soaked gram, mung etc. can be given three days in a week. Occasionally barb and greens should be given. Always keep a piece of sea foam (cuttle fish bone) with a piece of beaton, a piece of clean charcoal.  It is better to give vitamins regularly.


 

Nest making : Clay clowns are more common in our country for this bird's nest. There we have to made a hole in the body of this clown and covered the head with a soil cover. Clay clown can also be made by the potter to place a order to him. However, wooden boxes and nests are essential for this bird. But the type of the box that is suitable for this purpose must be this sized or the inside measurement should be : length 10 inches, width 6 inches, height 8 inches. Infront of the clay clown a hole of 1/2 inches in diameter should be made at one corner above the edge so that the bird can enter or exit easily. There should be a paddle under it  which should be 2 inches inwards and outwards. To facilitate lifting under the paddle, the floor should be make high with a plank. It should not be more than half of the box. Make a concave of 3 inch diameter plank at the rear so that the birds can keep their eggs well arranged. 3 to 4 number of 1/4 inch holes should be made at the top of the wall on both the sides of the box so that the ventilation is good and a healthy environment is maintained. The nests should be fixed at the back wall of the cage. If all nests are fixed properly, it will make the cage a central zone of fighting. The nests should be arranged in such a way so that the nests can be seperated and they do not stick to each other. There must be a distance of at least 8-10 inches from one clown  or box to another and all the nests are at the same height, otherwise there may be a fight between them over the possession of the nest. There is no need to put any piece of grass in the clown or box. Because Badri birds do not like these.

Reproduction : Badrika birds easily lay eggs and hatch them. Proper breeding season of these birds are in August - January in South Australia, April - October in India. The Badri birds can reproduce at the age of 5-6 month. Then they should be kept  in pairs, that is, as many male birds as there are females in the cage. No female birds should be given in the cage less than the male bird. This will cause unrest among the male birds. Usually before laying eggs, the female birds pick up the feathers from the bottom of their brest and spread them inside the clown. When the birds become adult, it lay 4-6 eggs in the clown of their choice, that kept inside the cage. The eggs hatch in 18-21 days. During this time the mother feeds the baby and keeps them warm all the time. At the end of 10 days, their body is covered with soft feathers and their eyes open. Feather formation is complete in three weeks. At five weeks the baby is strong enough to leave the nest. By proper diet they can reproduce upto 6 years. 

BUDGIES PARROT